প্রতিষ্ঠান সম্পর্কে

এটি একটি বেসরকারী উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ১২৯৬০০। এই ইনস্টিটিউটটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গোলের হাওর গ্রামে অবস্থিত। এর ভৌগোলিক এলাকা সমতল ভূমি। এটি উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ক্লাস প্রদান করে। আপনি ০১৩০৯১২৯৬০০ এই মোবাইল নম্বর দিয়ে এই ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করতে পারেন।

School Header Logo
 description of about image 1

প্রধান শিক্ষক এর কিছু কথা



একটি মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা গোলের-হাওরবাসী তথা দক্ষিণ ইসলামপুরবাসী অনেকদিন ধরেই অনুভব করে আসছিলেন। এর প্রতিফলনস্বরূপ ১৩/১২/১৯৮১ খ্রিস্টাব্দ সনে ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় নামে এই প্রতিষ্ঠান। ] কালের পরিক্রমায় এখন মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য ও আশার স্থল হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে জীবনযাত্রার সবক্ষেত্রে উন্নত প্রযুক্তির ছোঁয়া লেগেছে। শিক্ষাঙ্গনও এর বাইরে নয়। যার ফলশ্রুতিতে ইসলামপুর পদ্মা মেমোরিয়্যাল পাবলিক উচ্চ বিদ্যালয় এর এই ওয়েবসাইট সর্বসাধারণের জন্য প্রস্তুত করা হলো। দেশ বিদেশে অবস্থানরত এ প্রতিষ্ঠানের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থীগণ, অভিভাবকগণ ও সাধারণ জনগণ উপকৃত হবেন বলে আমাদের বিশ্বাস। এতে করে শিক্ষার্থীগণ ঘরে বসেই ফলাফল, বিভিন্ন ধরনের ফি প্রদানসহ গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারবে। সকলকে এ কর্মযজ্ঞে যুক্ত থাকার সনির্বন্ধ আমন্ত্রণ জানাচ্ছি।

ধীরেন্দ্র কুমার সিংহ
প্রধান শিক্ষক, ইসলামপুর পদ্মা মেমোরিয়্যাল পাবলিক উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠাতার বিবরণ

পদ্মাসেন সিনহা

কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর (ভদ্রগাঁও) গ্রামে ক্ষণজন্মা দানশীল এক ব্যাক্তির নাম বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী পদ্মাসেন সিনহা। তিনি একজন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী। ১৯৫২ সালের ২৫ শে আগষ্ট গোলেরহাওর গ্রামে জন্মগ্রহণ করেন প্রয়াত পদ্মাসেন সিনহা। পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ষষ্ঠতম। তাঁর পিতার নাম তনুবা সিংহ, মাতার নাম কন্যা দেবী। কুরমাছড়া প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা শেষ করে এম এ ওহাব উচ্চ বিদ্যালয় হতে ১৯৬৯ খ্রিষ্টাব্দে মেট্রিকুলেশন পাশ করেন। পরবর্তীতে সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউট এ ভর্তি হন কিন্তু ইঞ্জিনিয়ারিং এর শেষ বর্ষে থাকা অবস্থায় মহান মুক্তিযুদ্ধের দামামা বেজে উঠে। সিলেটের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুলের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭২ সালে ইঞ্জিনিয়ারিং সমাপ্ত করেন এবং ১৯৭৪ সালে ওয়াপদাতে উপ সহকারী প্রকৌশলী হিসেবে প্রথম চাকুরীতে যোগদান করেন। ১৯৭৮ সালে সিলেট পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী হিসেবে প্রমোশন পান। তিনি দেশের বিভিন্ন এলাকায় সততার সাথে চাকুরী করেন। কিন্তু বাদ সাধল ২০০১ সালে, এই সময় তাঁর পিত্তথলির অপারেশন করা হয়, এমনই সময় একটি বিশেষ রাজনৈতিক দলের রোষানলে পড়েন। তাঁকে বান্দরবন বদলী করা হয়। তিনি আর সেখানে যোগদান না করে সরকারের সাথে অনেক বাক বিতন্ডা করে শেষ অবধি চাকুরী দুদুল্যমান রেখে ২০১০ সালের ১৩ই আগষ্ট সিলেটের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সত্যি কথা বলতে কী, তিনি প্রথম শ্রেণির একজন কর্মকর্তা হিসেবে অবসরকালীন যতটুুকু আর্থিক সুবিধা পাবার কথা তার চেয়ে অনেক কম পেয়েছেন তাঁর পরিবার বর্গ। তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যার সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন তিনি হলেন তাঁর সহধর্মিনী বাসন্তী সিনহা। বাসন্তী সিনহার পিতা শান্ত সিনহা এবং মাতার নাম নিকই দেবী। কিন্তু দুঃখের বিষয় দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বাসন্তী সিনহা ১৯৯৭ সালে মারা যান। স্ত্রীর মৃত্যুর পর পদ্মাসেন সিনহা অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাহার এক ছেলে পরাগ কান্তি সিংহ এবং মেয়ে বনশ্রী সিনহা তাপ্তি। কিন্তু পরাগ কান্তি সিংহও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। মেয়ে বনশ্রী সিনহা তাপ্তির স্বামী কম্পিউটার ইঞ্জিনিয়ার শ্যামল কুমার সিংহের সাথে থাকেন ডেনমার্কে।

Founder Image of school

    পদ্মাসেন সিনহা এর কিছু কাজের বিবরণ

  • এম এ ওহাব বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ট্রাষ্ট গঠন করেন।
  • মণিপুরী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রিয় অফিসের জন্য ০.৬ শতক ভূমি দান করেন|
founder mural in school field

শ্রেণী সমূহ

clases নবম details

শ্রেণী নবম

clases ৭ম details

শ্রেণী ৭ম

clases ৬ষ্ঠ details

শ্রেণী ৬ষ্ঠ

নোটিশ

আমাদের শিক্ষক/শিক্ষিকা সমূহ

পরিচয়

 প্রধান শিক্ষক Picture

ধীরেন্দ্র কুমার সিংহ

প্রধান শিক্ষক
 সহকারী বাংলা (ভৌত বিজ্ঞান) Picture

শংকর কুমার সিংহ

সহকারী বাংলা (ভৌত বিজ্ঞান)
 সহকারী শিক্ষক (ইংরেজী) Picture

মো. মোস্তাফিজুর রহমান

সহকারী শিক্ষক (ইংরেজী)
 সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) Picture

গৌরাঙ্গ কুমার সাহা

সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম)
 সহকারী শিক্ষক (গণিত) Picture

দ্বিপালী সিন্হা

সহকারী শিক্ষক (গণিত)
 সহকারী শিক্ষক Picture

উৎপল কুমার সিংহ

সহকারী শিক্ষক
 সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিভাগ) Picture

মো. ছমির উদ্দিন

সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিভাগ)
 সহকারী শিক্ষক (বাংলা) Picture

সাখাওয়াত হোসেন

সহকারী শিক্ষক (বাংলা)
 সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) Picture

হেলাল আহমদ

সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম)
 প্রধান শিক্ষক (জীব বিজ্ঞান) Picture

সংগীতা কৈরী

প্রধান শিক্ষক (জীব বিজ্ঞান)

আমাদের পরিচালক মন্ডলী

পরিচয়

 সভাপতি Picture

মুবিন আহমেদ

সভাপতি
 সচিব Picture

ধীরেন্দ্র কুমার সিংহ

সচিব
 শিক্ষক প্রতিনিধি Picture

সুশীল কুমার সিংহ

শিক্ষক প্রতিনিধি
 শিক্ষক প্রতিনিধি Picture

দিপালী সিনহা

শিক্ষক প্রতিনিধি
 শিক্ষক প্রতিনিধি Picture

ছমির উদ্দিন

শিক্ষক প্রতিনিধি
 অভিভাবক সদস্য Picture

জাবের আলী

অভিভাবক সদস্য

কর্মচারীবৃন্দ

পরিচয়

Logoইসলামপুর পদ্মা মেমোরিয়্যাল পাবলিক উচ্চ বিদ্যালয়

এটি একটি বেসরকারী উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ১২৯৬০০। এই ইনস্টিটিউটটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গোলের হাওর গ্রামে অবস্থিত। এর ভৌগোলিক এলাকা সমতল ভূমি। এটি উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ক্লাস প্রদান করে। আপনি ০১৩০৯১২৯৬০০ এই মোবাইল নম্বর দিয়ে এই ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করতে পারেন।

আরও জানতে

ঠিকানা

ডাক: ইসলামপুর,1 গোলের হাওর, কমলগঞ্জ উপজেলা, মৌলভীবাজার, সিলেট

ই-মেইল
s129600@gmail.com

© 2024 ইসলামপুর পদ্মা মেমোরিয়্যাল পাবলিক উচ্চ বিদ্যালয়. All Rights Reserved. Designed & Hosting Provided by kehem